নিজস্ব সংবাদদাতা, লালগোলাঃ সাইকেলে করে লালগোলার পাহাড়পুর ও সংলগ্ন এলাকায় মাছ ফেরি করতেন বছর ৫৯-এর অর্জুন হালদার। বুধবার সকালেও সেই মতো সিংহা শালমারা এলাকার নিজের বাড়ি থেকে বেড়িয়ে ছিলেন তিনি। কিন্তু আর ঘরে ফেরা হল না। লালগোলার পাহাড়পুর মোড়ে পাথর বোঝাই ট্রাক্টর চাপা দেওয়ায় মৃত্যু হল তাঁর।
বুধবার সকালে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, লালগোলা-জঙ্গিপুর রাজ্য সড়কের পাহাড়পুর মোড় সংলগ্ন এলাকায় একটি পাথর বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে মাছ বিক্রেতা অর্জুনকে। সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে যান তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কৃষ্ণপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
মৃতের আত্মীয় জয়দেব হালদার জানান, “ওভারলোড অবস্থায় যাচ্ছিল ওই ট্রাক্টরটি। এমনভাবে ধাক্কা মারে যে ওই ব্যক্তি কোনও সুযোগ পাননি। সোজা গিয়ে পরেন মাল বোঝাই ট্রাক্টরের তলে। তখনই তাঁর মৃত্যু হয়।”
দুর্খঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ।