নিজস্ব সংবাদদাতা, হরিহরপাড়াঃ শ্বশুরবাড়ি গিয়ে আর ফেলা হল না হরিহরপাড়ার পরিযায়ী শ্রমিক বল্টু মন্ডলের। পরিবারের দাবি, রবিবার শ্বশুরবাড়ি গিয়েছিলেন। ওইদিন সেখানেই ছিলেন। তারপর সোমবার ভোরে পরিবারের লোকজনের কাছে হোয়াটস অ্যাপের মাধ্যমে মৃত্যু সংবাদ আসে।
ভিনরাজ্যে কাজ করলেও প্রায় এক সপ্তাহ আগে গ্রামে ফেরেন তিনি। নওদা থানার ঝাউবোনায় বাড়ি হলেও থাকতেন হরিহরপাড়া থানার সাহাজাদপুরে শ্বশুর বাড়িতে। মৃতের পরিচিতদের দিকেই সন্দেহ পরিবারের। মরদেহ উদ্ধার করে বহড়ান হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
তবে কীভাবে ওই যুবকের মৃত্যু হল তা নিয়ে ধন্দে আছেন মৃতের আত্মীয়রা। মৃতের ভাই পল্টু মন্ডল বলেন, ” দাদা একটা জমি কিনেছিল আজ সোমবার সেটি রেজিস্ট্রেশন করার কথা ছিল। তার আগেই এই অঘটন ঘটে গেল? কীভাবে তাঁর মৃত্যু হল তা অবশ্য জানি না। পুলিশ তদন্ত করে দোষীদের শাস্তি দিক।”