নিজস্ব সংবাদদাতা, কান্দিঃ স্কুল চলাকালীন বিকট আওয়াজ। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের গেট। এমন ছবিই দেখা গেল বড়ঞার রামনগর সাহোড়া উচ্চ বিদ্যালয়ে। যদিও সেই সময়ে ক্লাস চলায় কেউ সেই দুর্ঘটনায় আহত হয়নি। তবুও এই ঘটনায় আতঙ্কিত শিক্ষক শিক্ষিকা থেকে পড়ুয়ারা।
স্থানীয় সূত্রে খবর, স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত এই স্কুল। প্রাচীন স্কুল বাড়ির মূল গেট সহ একাধিক জায়গা এমনই বিপদ জনক ভাবে রয়েছে। এই ঘটনায় আতঙ্কিত অভিভাবকেরাও।
অভিভাবক সুদীপ মণ্ডল জানান, “স্কুলে পাঠিয়েও শান্তি নেই। স্কুলে ঢোকার সময়ে এই ঘটনা ঘটলে বড় দুর্ঘটনা হতে পারত। অবিলম্বে স্কুল বাড়ি মেরামতি করতে হবে।” মঙ্গলবার সকাল থেকে গেটের ভাঙা অংশ সরানোর কাজ শুরু হয়েছে।