নিজস্ব সংবাদদাতা, সামসেরগঞ্জঃ মঙ্গলবার বিকেলে বাচ্চদের খেলার মাঠ থেকে উদ্ধার হল বিষাক্ত চন্দ্রবোড়া সাপ। সামশেরগঞ্জের নিমতিতার হাটপাড়া এলাকার মাঠে খেলছিল খুদেরা। সেই সময়ে তাদের নজরে আসে বিষধরটি। বিষাক্ত এই সাপ দেখার পরেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।
এরপরে স্থানীয় পঞ্চায়েত সদস্য বনদপ্তরে খবর দেন। কিছুক্ষণ বাদে জঙ্গিপুর থেকে বনদপ্তরের কর্মীরা এসে ওই বিষধরটিকে উদ্ধার করে। এখন ওই চন্দ্রবোড়ার ঠিকানা জঙ্গিপুর বন দপ্তর। বনদপ্তরের কর্মী ইরফান আলী জানান, “বনজঙ্গলময় এলাকা থেকে এই চন্দ্রবোড়া সাপটি উদ্ধার করা হয়েছে। স্থানীয় এলাকা থেকে মাঝে মধ্যেই বিষধর সাপ উদ্ধার করে থাকি আমরা। তবে কিছু জায়গায় দেখা যায়, গ্রামবাসীরা আতঙ্কে সাপ মেরে ফেলেন। তাঁদের উদ্দেশ্যে বলতে চাই, সাপ দেখতে পেলে তাকে আক্রমণ করবেন না। ওদেরও বাঁচার অধিকার আছে। ওরা মানুষকে কারণ ছাড়া কামড়াই না। ফলে সাপ হত্যা করবেন না।”