মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মুর্শিদাবাদে ভোট হিংসায় মৃত্যু হল আরও এক তৃণমূল কর্মীর। কলকাতা এনআরএস হাসপাতালে সোমবার সকালে মৃত্যু হল মইদুল ইসলাম নামে এই তৃণমূল কর্মীর। গত শনিবার রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের বড়শিমূল দয়ারামপুরের ৮৫ নম্বর বুথে ভোট দিয়ে বেরনোর সময় বুথের বাইরে বোমা হামলায় গুরুতর আহত হন মইদুল ইসলাম। প্রথমে তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে এবং পরে শারীরিক অবস্থার অবনতি হলে হলে রাতেই তাঁকে কলকাতা এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার সকালে মৃত্যু হয় বছর ৪৬ এর মইদুল ইসলামের। এই বোমা হামলার অভিযোগ উঠেছিল বাম কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে।
মৃত্যু হল রঘুনাথগঞ্জের এক তৃণমূল কর্মীর! জেলায় ভোটের বলি আরও এক
Published By: Madhyabanga News |
Published On:
