সাব জুনিয়র চ্যাম্পিয়ানশিপে কাপ গেল নর্থ ইস্টে। অশান্তির প্রতিবাদ ফুটবলেই

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মাথার ওপর বৃষ্টি, মাঠ ভর্তি জল। তার মধ্যেও পায়ে পায়ে বল ছুটল মাঠের এদিক সেদিক। কখনও এই পায়ে বল তো কখনও ঐ পায়ে বল। টানটান উত্তেজনার মধ্যদিয়ে বহরমপুর স্টেডিয়ামে আজ অন্তিম ফুটবল খেলার অবসান ঘটল। জাতীয় সাব জুনিয়র চ্যাম্পিয়ানশিপের ফাইনালে ৩-০ গোলে জয় পেল মিজোরাম। মঙ্গলবার বহরমপুরে স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় মণিপুর ও মিজোরাম। ৩ রা সেপ্টেম্বর বহরমপুর স্টেডিয়ামে শুরু হয়েছিল সাব জুনিয়র চ্যাম্পিয়ানশিপ। রবিবার বহরমপুর স্টেডিয়ামে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল অরুণাচল ও মনিপুর ও একইদিনে মালদায় অপর সেমিফাইনালে খেলেছিল উত্তরপ্রদেশ ও মিজোরাম। সেখান থেকে ফাইনালে উঠেছিল মিজোরাম ও মণিপুর।

মণিপুরের আজ অনেক আশা নিয়ে মাঠে নেমেছিল। তাঁদের লক্ষ্য ছিল কাপ নিয়ে বাড়ি ফেরার এবং দিনশেষে যে পরিস্থিতর মধ্যদিয়ে তাঁরা যাচ্ছিলেন সেটার বিরুদ্ধে একটি কড়া বার্তা প্রদান করার। কিন্তু আজ কোথাও গিয়ে সেই আশা মনের ভেতরেই থেকে গেল। দ্বিতীয় স্থানে আসা সত্ত্বেও তাঁরা একটি দৃষ্টান্তমূলক বার্তা রেখে গেলেন। যে পরিস্থিত যেমনই হোক না কেন, লড়ায় চালিয়ে যেতে হবে এবং পাশাপাশি খেলে যেতে হবে না চিন্তা করে। কারণ সবসময় প্রতিবাদের রূপ বন্ধুক ধরা কিংবা মাইকের সামনে দাঁড়ালেই হয়না। মাঝে মাঝে গোল করে কাপ হাতে ধরেও প্রতিবাদ করা যায় । যেমনটা আজ থেকে অনেক বছর আগে বাঙালি পায়ে পায়ে ফুটবল নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে একটি দৃষ্টান্তমূলক প্রতিবাদ শুরু করেছিল। যদিও শেষমেশ কাপ গেলো নর্থ ইস্টেই।