নিজস্ব সংবাদদাতা, লালবাগঃ লালবাগের সদরঘাটে নৌকায় উঠতে গিয়ে ভাগীরথীর জলে পড়ে যায় একটি চারচাকা গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ গেল বহরমপুরের এক দম্পতির। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে লালবাগের সদরঘাটে নদী পারাপারের জন্য যাত্রী বোঝাই ছোট চারচাকা গাড়িটি নৌকায় উঠে। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে জলে পড়ে যায় চারচাকাটি। স্থানীয়রা তখনই যাত্রীদের বাঁচানোর জন্য তৎপর হয়। সাঁতরে গাড়িটির কাছে যান এবং সেখান থেকে উদ্ধার করা হয় এক শিশুকে।
কিছুক্ষণ বাদে, নদীতে ভাসমান গাড়িটিকে উদ্ধার করা হয়। সূত্রের খবর, ওই গাড়িতে ছিলেন একজন শিশু সহ মোট ছয় জন যাত্রী। তাঁদের উদ্ধার করে স্থানীয় লালবাগ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় মৃত্যু হয় গাড়ি চালক শুভজিৎ সরকার ও তাঁর স্ত্রী সুমনা সরকারের। তাঁরা দু’জনেই বহরমপুরের বাসিন্দা বলে সূত্রের খবর। ফেরিঘাটে দুর্ঘটনার পর যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।