নিজস্ব সংবাদদাতা, ফরাক্কাঃ বাড়ি থেকে পিকনিক করতে বেড়িয়েছিল বছর ১৮-এর তরুণ। গত ৮ই জানুয়ারির থেকে নিখোঁজ থাকার পরে, একসপ্তাহ বাদে সেই তরুণের পচাগলা মৃতদেহ উদ্ধার করল ফরাক্কা থানার পুলিশ।মৃত তরুণের মা পূর্ণিমা দাস জানান,”ছেলে পাপাই দাস, গত ৮ই জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বেড়িয়েছিল পিকনিক করতে। তারপরে আর ঘরে ফেরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান পায়নি। নিখোঁজ ডাইরি করা হয় ফরাক্কা থানায়।”
ফরাক্কার এসডিপিও রাসপ্রীত সিং জানান, “পরিবারের তরফে নিখোঁজ ডাইরি করার পর পুলিশ খোঁজ চালাচ্ছিলই। অবশেষে সোমবার সন্ধ্যায় ফরাক্কার নিশিন্দ্রা নৌকা ঘাটের পাশে ফিডার ক্যানেলের ধারে একটি পচাগলা মৃতদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ ওই তরুণের পরিবারের লোকজন মৃতদেহ শনাক্ত করে।”
মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। তবে কীভাবে ওই তরুণের মৃত্যু হল তা নিয়ে ধন্দে পরিবার। কারা ফেলে রেখে গেল মৃতদেহ ঘটনার তদন্তে নেমেছে ফরাক্কা থানার পুলিশ।