এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

লালগোলা পঞ্চায়েত সমিতির বোর্ড গড়ল বাম-কংগ্রেস জোট ।

Published on: August 14, 2023

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ তৃণমূলের হাতছাড়া হল লালগোলা পঞ্চায়েত সমিতি। বোর্ড গঠন করল বাম-কংগ্রেস জোট। লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন কংগ্রেস থেকে জয়ী প্রার্থী লক্ষ্মী সরকার এবং সহসভাপতি হলেন সিপিআই(এম) থেকে জয়ী প্রার্থী মহম্মদ জিয়াউর রহমান।

ইতিপূর্বেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই পঞ্চায়েত সমিতি দখল করেছিল বাম-কংগ্রেস জোট। লালগোলা পঞ্চায়েত সমিতির ৩৬টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছিল ১২টি আসনে। কংগ্রেস পেয়েছিল ১৩টি আসন ও সিপিআই(এম) ৯টি আসনে জয়ী হয়। বিজেপি ও নির্দল উভয়েই ১টি করে আসনে জেতে। বাম-কংগ্রেস জোটের দখলে ছিল মোট ২২টি আসন।

সোমবার এই সমীকরণের ভিত্তিতেই বোর্ড দখল করল বাম-কংগ্রেস জোট প্রার্থীরা। সভাপতি হলেন কংগ্রেসের লক্ষ্মী সরকার এবং সহকারী সভাপতি হন সিপিআই(এম) এর জিয়াউর রহমান। পঞ্চায়েত সমিতির বোর্ড দখলের পর কাজের দাবী নিয়ে সচ্চার হন ও জয়ের উচ্ছ্বাসে মাতেন বাম ও কংগ্রেস কর্মী সমর্থকেরা।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now