নিজস্ব সংবাদদাতা, রঘুনাথগঞ্জঃ একটি গাছ একটি প্রাণ। এবার প্রাচীন গাছ রক্ষায় বিশেষ উদ্যোগ জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটির। রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকে প্রাচীন গাছ সংরক্ষনের কাজ শুরু করল জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি। শনিবার রঘুনাথগঞ্জের জরুর গ্রাম পঞ্চায়েতের গোপালনগরে প্রায় ২০০ বছরের পুরনো সিরিষ গাছকে রক্ষার ডাক দিলেন ছাত্র ছাত্রীরা থেকে প্রশাসনিক আধিকারিকরা। রঘুনাথগঞ্জ ও লালগোলা রাজ্য সড়কের পাশেই রয়েছে সুবিশাল এই সিরিষ গাছ। একদিকে দূষণ রোধ অন্যদিকে অক্সিজেনের পাশাপাশি ছায়াও দেয় এই গাছ। প্রাচীন গাছ রক্ষায় প্রশাসন এগিয়ে আশায় খুশি শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্র ছাত্রীরা।
এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ডেপুটি জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ণ আধিকারিক স্নেহাশীষ ভৌমিক, রঘুনাথগঞ্জ ১ এর বিডিও সহ প্রশাসনিক আধিকারিকেরা। শ্রীকান্তবাটি হাইস্কুলের ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে গাছ রক্ষায় সাধারণ মানুষকে সচেতন করা হয়। জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ণ আধিকারিক জানান প্রাচীন গাছ সংরক্ষনে মানুষের মধ্যে সচেতনতার বার্তা দিতে আগামী দিনে পঞ্চায়েত এলাকায় সমস্ত প্রাচীন গাছ সংরক্ষন করা হবে।