এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

টেট পাশ করেও মেলেনি চাকরি, বিক্ষোভ বহরমপুরে

Published on: November 10, 2023

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ প্রাথমিক শিক্ষক পদে যোগ দেওয়ার প্রাথমিক শর্ত টেট পাশ। তাও প্রায় এক বছর হতে চলল। কিন্তু চাকরি তো দূর অস্ত এখনও পর্যন্ত নিয়োগের বিজ্ঞপ্তিও বের করেনি প্রাথমিক শিক্ষা সংসদ। সেই অভিযোগ তুলে দ্রুত নিয়োগের দাবীতে এবার মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে বিক্ষোভ দেখালেন ডিএলএড ঐক্যমঞ্চের সদস্যরা। শুক্রবার দুপুরে মিছিল করে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে যান ২০২২ এর প্রাথমিক টেট উর্ত্তীণরা। সেখানে প্রতীকি বিক্ষোভও দেখান তাঁরা। এদিন স্বচ্ছতার সঙ্গে দ্রুত নিয়োগ, পর্ষদ সভাপতির প্রতিশ্রুতি অনুযায়ী বছরে দু’বার নিয়োগের ব্যবস্থা করা সহ চার দফা দাবী জানিয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতিকে স্মারকলিপিও প্রদান করেন মঞ্চের সদস্যরা। মঞ্চের এক সদস্য অংকুর মন্ডল বলেন, ” ২০১৬ সালে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছিল। সেই পরীক্ষা হয়েছিল ২০২২-এর ১০ ডিসেম্বর। পাশের শংসাপত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ছ বছর হয়ে গেল এখনও চাকরি পেলাম না।” আর এক সদস্য মহম্মদ রজব বলেন, ” আমার বয়স ৪২ বছর হয়ে গেল। আর কি চাকরি পাব? মাননীয়া মুখ্যমন্ত্রীর একবার আমাদের কথা ভাবুন।”

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now