এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

১৬ তেই হাতে বাইক! এক বাইকে ৩! দুর্ঘটনার বলি বেলডাঙ্গার নাবালক

Published on: May 30, 2023

নিজস্ব সংবাদদাতা, বেলডাঙ্গাঃ ১৬ বছরের নাবালকের হাতে বাইক। বেলডাঙ্গাতে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক নাবালকের। গুরুতর আহত আরও দুই নাবালক। সোমবার রাতে ৯টা নাগাদ বেলডাঙ্গার দয়ানগর সুজাপুরের বাসিন্দা, দশম শ্রেনীর ছাত্র মাসুদ সেখ ও তাঁর দুই বন্ধু নুরজামাল সেখ ও সাকিল সেখ বাড়িতে না জানিয়ে মোটর বাইক নিয়ে বের হয়। কিছুক্ষন বাদেই ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে বেলডাঙ্গা বাজারের দিকে যাওয়ার সময় চারাতলা এলাকায় পিছন থেকে একটি মালবাহী লরি এসে বাইকে ধাক্কা মারে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মাসুদ সেখের। গুরুতর আহত অবস্থায় তাঁর দুই সাথী নুরজামাল সেখ ও সাকিল সেখকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত নুরজামাল সেখকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

দুর্ঘটনায় মৃত ও আহত তিনজনই সম্পর্কে খুড়তুতো ভাই। দুর্ঘটনায় নাবালকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মাসুদ সেখের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now