মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মহালয়ার সকালে মুর্শিদাবাদ জেলাজুড়ে বিভিন্ন ঘাটে সকাল থেকেই চলছে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ। সকাল থেকে বহরমপুরে ঘাটে ভিড় করেছেন সব বয়সের মানুষ। চলছে গঙ্গা স্নান, পুজো আর্চা। ফারাক্কার ঘাটেও সকাল থেকেই চোখে পড়েছে এই ছবিই। মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ফারাক্কায় এসেছেন। ঝাড়খন্ড থেকেও তর্পণ করতে এসেছেন অনেকে ।ভোরবেলা থেকে ভিড় রয়েছে ফরাক্কার বিভিন্ন ঘাটগুলিতে । হিন্দু ধর্মে বিশ্বাসী ধর্মপ্রাণ মানুষ মনে করেন, তর্পণে পূর্বপুরুষের আত্মার তৃপ্তিলাভ হয়। সেই বিশ্বাস থেকেই মহালয়ার ভোর থেকেই চলে তর্পণ।