নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ বুধবার রাতে ভেঙে যায় সালার রেলস্টেশনের রেলগেট। এরফলে ওই এলাকায় যানজট তৈরি হয়। সে কথা জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। সেই সঙ্গে তিনি ওই রেলগেটটি যত দ্রুত সম্ভব সারিয়ে দেওয়ার জন্য রেলমন্ত্রীকে অনুরোধ করেছেন।
একইদিনে সালার রেলস্টেশন সংলগ্ন রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, এই অভিযোগ তুলে ভরতপুর ২ নং ব্লক তৃণমূল সভাপতি মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে সেখানে একটি প্রতিকী প্রতিবাদ মিছিল হয়। অবিলম্বে ওই রাস্তা সংস্কারের দাবি তোলেন তাঁরা। তৃণমুলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, “রেল রাস্তা সারাতে অপারগ হলে ওই রাস্তা আমরাই সারিয়ে দেব।”