Tab scam SFI deputation ট্যাবের টাকা কোথায় গেল? বহরমপুরে মিছিল ডেপুটেশনে প্রতিবাদ এসএফআই এর

Published By: Imagine Desk | Published On:

Tab scam SFI deputation ট্যাব কেলেঙ্কারি নিয়ে সরগরম গোটা রাজ্য। এবার এই ট্যাব দুর্নীতির বিরুদ্ধে ডি আই অফিস অভিযান ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) মুর্শিদাবাদ জেলা কমিটির। বুধবার দুপুরে এসএফআই এর মিছিল হয় বহরমপুর শহরে। ট্যাব দুর্নীতির প্রতিবাদে শিক্ষা দপ্তরে মিছিল করে এসে ডেপুটেশন দেয় এসএফআই এর নেতা, কর্মী, সমর্থকেরা। শিক্ষা ভবনেও থাকে পুলিশি ব্যারিকেড। শিক্ষা দপ্তরে মিছিল করে ঢোকার সময় পুলিশের সাথে এস এফ আই কর্মী, সমর্থকদের মৃদু ধস্তাধস্তি হয়। এসএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক প্রীতম রুজ জানান, ছাত্র ছাত্রীদের ডেপুটেশন আটকানোর চেষ্টা চলে। যদিও বাঁধা অতিক্রম করে নিজেদের দাবী নিয়ে সোচ্চার এস এফ আই।

Tab scam SFI deputation এদিন ডি আই অফিস অভিযান ঘিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের কর্মী, সমর্থকরা প্রতিবাদে সামিল হন। প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে প্রতিবাদে শিক্ষা ভবনের বাইরেই বসে পরেন বহু কর্মী, সমর্থক। অবস্থান বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ। পরে এক প্রতিনিধি দল জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শিলকে ডেপুটেশন দেন। ট্যাবের টাকা কোথায় গেল? এই প্রশ্ন নিয়ে সরব হয় এস এফ আই। শিক্ষা ক্ষেত্রে একাধিক দাবী নিয়ে দেওয়া হয় ডেপুটেশন। ট্যাব দুর্নীতি কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে তদন্তের মাধ্যমে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, বাংলার শিক্ষা পোর্টাল থেকে পড়ুয়াদের তথ্য লিক হওয়ার যে সম্ভাবনা উঠে আসছে, তা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা, সরকারি স্কুল রক্ষার ব্যাপারে সরকারের উদ্যোগ , শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির সিন্ডিকেট এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ একাধিক দাবী নিয়ে এদিন পথে নেমে প্রতিবাদ চলে এস এফ আই এর।