Synergy 2025 কোথায় গেল মুর্শিদাবাদের বিখ্যাত রেশম শিল্প? শঙ্খের কারবার? খাগড়ার কাঁসা ? এক সময় ব্রিটিশদের টাকা ধার দিতেন এখানকার ব্যবসায়ীরা। ‘বাংলা, বিহার, ওড়িশার’ এক সময়ের রাজধানী, ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলায় শিল্পের সুদিন কি ফিরবে? আর্থিকভাবে পিছিয়ে পড়া জেলার তকমা ঘুচবে? এই নিয়ে বারবার প্রশ্ন তোলেন এই জেলার অনেকেই । সেই প্রশ্ন নিয়েই শুরু হতে চলেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্যে রাজ্য সরকারের জেলা ভিত্তিক ‘সিনার্জি অ্যান্ড বিজনেস ফেসিলিটেশন কনক্লেভ’। সূত্রের খবর, তিন নভেম্বের এবারের সিনার্জি শুরু হতে চলেছে। মুর্শিদাবাদ জেলা ও বীরভূমের কনক্লেভ বীরভূমে হবে সাত নভেম্বর। সেই বৈঠকের দিকে তাকিয়ে এখানকার উদ্যোগপতিরা।
আরও পড়ুনঃ Murshidabad Synergy ৭ হাজার কোটির বিনিয়োগ! মুর্শিদাবাদ সহ তিন জেলায় কর্মসংস্থানের সম্ভাবনা!
Synergy 2025 কী হতে চলেছে ওই কনক্লেভে?
তথ্যের আদান প্রদান করা হবে, ছোট, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এমএসএমই MSME র ) সমস্যা নিরসন করা হবে সরলীকরণ করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার ওই কনক্লেভের গঠন অন্যরকম করে করা হয়েছে। বেশী জোর দেওয়া হয়েছে হেল্প ডেস্ক পরিষেবায়। এমএসএমই-তে যেসব অসুবিধা রয়েছে সেগুলিতে বেশী গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে শিল্পসাথী পোর্টালে ‘স্ট্যাটুটরি ক্লিয়ারেন্স’ ছাড়পত্রের জন্যে যে উদ্যোগগুলি আটকে, সেগুলি দেখা হবে। নতুন বিনিয়োগ প্রস্তাবের বিষয়টি মূল্যায়ন করা হবে। বিনিয়োগকারীদের কী সমস্যায় পড়তে হচ্ছে সেগুলি দেখা হবে।
Synergy 2025 থাকছে হেল্পডেস্ক
ওই কনক্লেভে বিভিন্ন হেল্প ডেস্ক থাকবে। সেখানে জেলার আধিকারিকরা থাকবেন। জেলায় বিনিয়োগের বিষয়ে আধিকারিকরা তথ্য দেবেন। উদ্যোগপতিদের সঙ্গে তাঁদের আলোচনা হবে সরাসরি। রাজ্যে মোট ৯ টি জায়গায় এই কনক্লেভ হবে। তিন নভেম্বর হাওড়া দিয়ে শুরু হবে। সাত নভেম্বর বীরভূমে হওয়ার কথা বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কনক্লেভ।









