Swimming Competition দীর্ঘতম  সাঁতারে  আবারও প্রথম বর্ধমানের  প্রত্যয়

Published By: Madhyabanga News | Published On:

Swimming Competition  গত বছরের মতো এবারও গঙ্গা বক্ষে ৮১ কিলোমিটার সাঁতারে প্রথম হলেন বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য। ১০ ঘণ্টা ৫৫ মিনিট ৪৬ সেকেন্ডে সময় নিয়ে প্রথম হন  প্রত্যয়। রবিবার ভোরে সুতির আহিরন ব্যারেজ ঘাট থেকে সাঁতার শুরু করলেন ৯ সাঁতারু। শুরু হল বিশ্বের দীর্ঘতম জাতীয়স্তরের  ওপেন ওয়াটার সাঁতার প্রতিযোগিতা । এদিন দুপুরে গোরাবাজার ঘাটে প্রায় ১১ ঘণ্টা সময় নিয়ে প্রথম হয় বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য। গত বছরই তিনি প্রথম হয়েছিলেন এই প্রতিযোগিতায়।

৮১ কিলোমিটার সাঁতারে দ্বিতীয় হয়েছেন বহরমপুরের তপু সরকার । এবার এই সাঁতার প্রতিযোগিতায়  তৃতীয় হয়েছেন মহারাষ্ট্রের পার্থ সন্দীপ হাটানকার  । জিয়াগঞ্জ সদর ঘাট থেকে শুরু হওয়া ১৯ কিলোমিটারের সাঁতার প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন লেকটাউনের গৌরব কাবেরী। রবিবার দুপুরে জিয়াগঞ্জ সদর ঘাট থেকে শুরু হয় প্রতিযোগিতা। পুরুষ বিভাগে নামেন ২৪ জন। প্রথম হয়ে উচ্ছ্বসিত গৌরব কাবেরী। এই বিভাগে দ্বিতীয় হয়েছেন   বেদান্ত যোগেস গাদাক। ১৯ কিলোমিটার পুরুষ বিভাগে তৃতীয় হয়েছেন   নয়ন দে । জিয়াগঞ্জ সদর ঘাট থেকে শুরু হওয়া ১৯ কিলোমিটারের সাঁতার প্রতিযোগিতায় মেয়েদের  মধ্যে প্রথম হলেন বিশাখা ধারা। এই বিভাগে দ্বিতীয় হয়েছেন ওসমিতা কর্মকার এবং তৃতীয় হয়েছেন ঈশিতা সাহা । কয়েক মিনিটের ব্যবধানে একে একে উঠে আসেন সাতারুরা।