এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Swimming Competition আহিরণ থেকে সাঁতার কেটে বহরমপুরের দিকে এগচ্ছেন প্রতিযোগীরা

Published on: August 31, 2025
Swimming Competition

Swimming Competition রবিবার সকালে আহিরণ থেকে ভাগীরথীতে সাঁতার শুরু করেছেন প্রতিযোগীরা। সকালেই শুরু হয়েছে  ৮১ কিলোমিটারের বিশ্বের দীর্ঘতম ওপেন ওয়াটার সুইমিং চ্যাম্পিয়নশিপ  । এই বছর ৭৯ তম বর্ষে পা দিয়েছে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত এই প্রতিযোগিতা।

Swimming Competition সাঁতার শুরুর আগে আহিরণে সংবর্ধনা জানান হয় প্রতিযোগীদের। সংবর্ধনা জানান মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা,  জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানরা। ছিলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ ক্যাম্পাসের ডিরেক্টর মহম্মদ মাহাবুবুর রহমান (   Dr. Md Mahboobur Rahman) 

উপস্থিত ছিলেন সাঁতার জগৎ-এর বিশিষ্টরা। আহিরহণে নৌকার উপর বাঁশি বাজিয়ে সাঁতার প্রতিযোগিতার সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা।

Swimming Competition আহিরন থেকে বহরমপুর এই  ৮১ কিলোমিটার সাতারে রয়েছেন ২১ জন প্রতিযোগী । সাঁতারে নামছেন স্পেনের মিকেল আর্টিগা, রয়েছেন বাংলাদেশের সাঁতারু মহম্মদ নুরুল ইসলাম, নয়ন আলি। পশ্চিমবঙ্গের প্রতিযোগীরা ছাড়াও রয়েছেন মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানার প্রতিযোগীরা।

Swimming Competition ৮১ কিলোমিটারের প্রতিযোগিতায় এই বছর অংশ নিচ্ছেন ২১ জন।   এবারও আহিরণ থেকে সাঁতার শুরু করেছেন গত ২ বারের চ্যাম্পিয়ন প্রত্যয় ভট্টাচার্য ।  আহিরণ থেকে সাঁতার শুরু করে বহরমপুরের দিকে এগিয়ে আসছেন প্রতিযোগীরা। প্রত্যেক সাঁতারুর  সঙ্গে রয়েছে বৈঠায় টানা নৌকা । রয়েছে প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা।  মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবেন্দ্রনাথ দাস জানান, ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে এই সাঁতার প্রতিযোগিতার যোগ ছিল। এতো বছর পরেও ঐতিহ্যের সঙ্গেই চলছে প্রতিযোগিতা।  এই বছর অনেক বেশি প্রতিযোগী নাম লিখিয়েছেন। এটা গর্বের।

Swimming Competition এদিনই জিয়াগঞ্জ সদর ঘাট থেকে শুরু হবে ১৯ কিলোমিটারের প্রতিযোগিতা।  ১৯  কিলোমিটার  পুরুষ বিভাগে অংশগ্রহণ করছেন ৩৮ জন, মহিলা বিভাগে অংশ নিচ্ছেন   ২১ জন ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now