Swimming Competition 2025 রবিবারের দিনভর টানটান উত্তেজনা ভাগীরথীর বুকে। কে কাকে টক্কর দেবে রোমহর্ষক মুহূর্তের সাক্ষী হতে উৎসাহ, কৌতূহলের শেষ নেই দর্শকদের। এদিন দুপুরে জিয়াগঞ্জ ঘাট থেকে ভাগীরথীতে ঝাঁপ দিলেন ৫৯ সাঁতারু। জিয়াগঞ্জের সদর ঘাট থেকে গন্তব্য বহরমপুর কে এন কলেজ ঘাট। রবিবার দুপুরে জিয়াগঞ্জের সদর ঘাট থেকে শুরু হল বিশ্বের দীর্ঘতম ওপেন ওয়াটার সুইমিং কম্পিটিশনের ১৯ কিমি বিভাগে সাঁতার প্রতিযোগিতা। এদিন সাঁতার শুরুর আগে প্রতিযোগীদের সংবর্ধনা জানানো হয় সদরঘাটে। মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের কর্তাব্যক্তি, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, লালবাগের এসডিও বনমালি রায়, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিত ঘোষ সহ বিশিষ্টজনেরা সাঁতারুদের সংবর্ধনা জানান।

Swimming Competition 2025 জিয়াগঞ্জের সদর ঘাট থেকে ১৯ কিমি সাঁতারে পুরুষ বিভাগে ৩৮ জন ও মহিলা বিভাগে ২১ জন রয়েছে এই প্রতিযোগিতায়। পুরুষ ও মহিলা বিভাগে বাংলাদেশের ৬ জন প্রতিযোগি রয়েছে ১৯ কিলোমিটার সাঁতারে। এদিন দুপুর ১.৪৫ নাগাদ জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হুইসেল বাজিয়ে সাঁতারের শুরু করেন। সাঁতারুরা ভাগীরথীতে ঝাঁপ দিয়ে বহরমপুরের দিকে রওনা দেন। টান টান উত্তেজনায় ভাগীরথীর বুকে লড়াই দেখতে ভিড় জমে অসংখ্য মানুষের।










