Berhampore Swiming Club : মাছেদেরও লজ্জায় ফেলে দেবে ! বহরমপুর সুইমিং ক্লাবে ওরা কারা?

Published By: Imagine Desk | Published On:

বহরমপুরে এক দিনের সারা বাংলা আমন্ত্রণমূলক সাঁতার প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধিঃ মাছেদের চেয়েও যেন ওদের গতি বেশি। ছলাত ছলাত শব্দে ঝাঁপিয়ে পড়ল। তারপর জলের সঙ্গে খেলা শুরু। দেখে মনে হবে ওরা জলেরই সন্তান। রবিবার ছুটির দিনে বহরমপুরে সারা বাংলা আমন্ত্রণমূলক সাঁতার প্রতিযোগিতা ঘিরে উদ্দীপনা দেখা গেল। মুর্শিদাবাদ জেলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে কৃতী সাঁতারুরা অংশ নিলেন এই প্রতিযোগিতায়। মোট ৪০টি ইভেন্টে শহীদ সূর্য সেন রোডে রাধাপ্রসাদ মেমোরিয়াল সুইমিং পুলের জল মাতালেন সাঁতারুরা। হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, মালদা, নদীয়া, বালুরঘাট, জলপাইগুড়ি সহ অন্যান্য জায়গার সাঁতারুরা অংশ নিয়েছেন এদিনের প্রতিযোগিতায়।

Berhampore Swiming Club বহরমপুর সুইমিং ক্লাবের Berhampore Swimming Club  অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অভিজিৎসরকার বলেন, রাজ্যের বিভিন্ন জেলা থেকে কৃতী সাঁতারুরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ৪০ টি ইভেন্ট রাখতে হয়েছে। এই প্রথম স্বল্প দীর্ঘের সাঁতার প্রতিযোগিতা আমাদের ক্লাবে আয়োজন করলাম। অল্প সময়ের মধ্যে এর আয়োজন করা হয়েছে।

Berhampore Swiming Club সাঁতারুদের সাঁতারে আগ্রহ ও উৎসাহ বাড়াতে এই উদ্যোগ। আগামী দিনে এই প্রতিযোগিতা আরও বড় আকারে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা ক্লাব কর্তৃপক্ষের। মুর্শিদাবাদ জেলা থেকে ভালো সাঁতারু তুলে আনতে এই আয়োজন বলে জানালেন বহরমপুর সুইমিং ক্লাবের সম্পাদক বিজয় কুমার সাহা, আয়োজক দিলীপ সাহারা। তাঁদের বক্তব্য, খুব ভালো সাড়া পেয়েছেন। এদিনই প্রতিযোগীদের পুরস্কার তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। সফল প্রতিযোগীরা জানালেন, আগামী দিনে কারও ইচ্ছে ইংলিশ চ্যানেল পার করা। কারও ইচ্ছে ভালো সাঁতারু হওয়া। সাঁতারু বিশ্বনাথ অধিকারী বলেন, সকাল থেকেই সুইমিং পুলের জল মাতালেন ছোট থেকে বড় সকলেই।