Suvendu Adhikary মুখ্যমন্ত্রীর জেলা সফরের মাঝেই ফের মুর্শিদাবাদে (Murshidabad) তৃণমূলকে শূন্য করার হুঙ্কার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary)। তৃণমূল কোনও লড়াইয়ের থাকবে না, লড়াই হবে বিজেপির সঙ্গে সিপিএম, কংগ্রেস, আইএসএফের। মঙ্গলবার বিকেলে তিনদিনের সফরে মুর্শিদাবাদে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই মালদার সভা করেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে কলকাতা ফেরার পথে মুর্শিদাবাদের সুতিতে দাঁড়িয়ে হুঙ্কার বিরোধী দলনেতার। মুর্শিদাবাদের ২২ টি আসনেই হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর। কী বললেন তিনি?
আরও পড়ুনঃ Mamata Meeting Berhampore মুখ্যমন্ত্রীর বহরমপুরের জনসভা আধ ঘণ্টা এগিয়ে এল
Suvendu Adhikary শুভেন্দু বলেন, মুর্শিদাবাদ জেলার শুধু সনাতনী হিন্দু নয়, রাষ্ট্রবাদী মুসলিমরাও ২২ টি আসনেই তৃণমূল কংগ্রেসকে হারাবে। এখানে লড়াই হবে বিজেপির সঙ্গে কংগ্রেস, সিপিএম, আইএসএফের সঙ্গে। ২২ টি সিটের একটিতেও তৃণমূলের অস্তিত্ব থাকবে না। আমি সাগরদিঘিতে বলেছিলাম তৃণমূল জিতবে না। আজকে সুতির মাঠে বলে গেলাম ২০২৬ এর এপ্রিলে শূন্য হাতে তৃণমূলকে যেতে হবে। এখানে লড়াই হবে জোটের সঙ্গে বিজেপির। তৃণমূলের কোনও সুযোগ নেই।














