Suvendu Adhikari SIR আবহে মুর্শিদাবাদে সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির ডাকে শনিবার বড়ঞার ডাকবাংলো হাটময়দানে হল পরিবর্তন সংকল্প সভা। যে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু ছাড়াও হাজির ছিলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র, বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মলয় মহাজন, বিজেপি নেতা শাখারভ সরকার সহ বিজেপির এক ঝাঁক নেতারা মঞ্চে হাজির।
Suvendu Adhikari ‘মুর্শিদাবাদ জেলায় তৃনমূলকে মানুষ গ্রহন করেনি’- শুভেন্দু
Suvendu Adhikari এদিনের পরিবর্তন সংকল্প সভায় শুভেন্দুর বক্তব্যে শুরু থেকেই নিশানায় তৃনমূল কংগ্রেস। এদিন শুভেন্দু অধিকারী বলেন, “মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের দুর্গ ছিল। কিছু কিছু জায়গায় সিপিএম এর অস্তিত্ব ছিল। এই জেলার অনেকে রাজ্যস্তরেও নেতৃত্ব দিয়েছেন। এই জেলায় তৃনমূলকে মানুষ গ্রহন করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পরীক্ষা নিরিক্ষা করেছেন। ২০১১ সালে ক্ষমতায় আসার পরেও এই জেলার মানুষ তৃনমূলমুখী হয়নি। কখনও কিছু করতে পারেনি। সব পরীক্ষায় ফেল করার পরে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল।”
Suvendu Adhikari ‘সিপিএম এর কালেও হয়নি যা তৃনমূল এই জেলাতে করছে’- শুভেন্দু
Suvendu Adhikari তৃনমূলকে নিশানা করে এদিন শুভেন্দু বলেন, ” এই জেলায় তৃনমূল রাজনীতিকে ব্যবসায় পরিনত করেছে। গুণ্ডামি ও বোমা বন্দুকের রাজনীতি করেছে, সাম্প্রদায়িকতার রাজনীতি করছে। সরকারি দপ্তরকে কীভাবে ব্যবহার করা যায়! সিপিএম এর কালেও হয়নি যা তৃনমূল এই জেলাতে ২০১৬,১৭,১৮ সালের পর থেকে এবং ২০২১ থেকে এই জেলাতে রাজনীতির আমদানি করেছে। সবচেয়ে বেশী দরিদ্র, বেকার আছে। ১ কোটির কাছাকাছি পরিযায়ী শ্রমিক তার মধ্যে মুর্শিদাবাদের ১২-১৪ লাখ শ্রমিক। পেটের টানে বিজেপি শাসিত রাজ্যে আছে পরিযায়ী শ্রমিকরা। সেই তালিকা নির্বাচনের আগে প্রত্যেক বিধানসভায় দিয়ে দেব।”

Suvendu Adhikari কী দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari পরিষেবা থেকে উন্নয়ন প্রসঙ্গ টেনে শুভেন্দুর নিশানায় শাসক সরকার। শুভেন্দু বলেন, ” হাসপাতালে ডাক্তার আছে? কী দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিল কেউ পারেনি তুমি চেষ্টা করে দেখ। আজকে ঠকিয়েছে। স্কুল, কলেজগুলোর অবস্থা কী? অনার্সের আসন ফাঁকা। এখানে ৩০০ টাকার কাজ পান। ওড়িশায় শ্রমিকদের হেল্পারদের ১০০০ টাকা রোজগার প্রতিদিন। এই রাজ্যে সর্বনাশ করেছে। ৩১০০ টাকা কুইন্টাল ধান কেনে সরকার। ৯০০ টাকা ১০০০ টাকা ধান ফড়েরা কিনে নেয়। ধান ফেলে দিয়ে আসতে হয় দালালদের কাছে।” এরপরেই শুভেন্দু প্রশ্ন ছোড়েন। বলেন, ” মুর্শিদাবাদের মানুষ ঐক্যবদ্ধ হবেন না?
Suvendu Adhikari টোটো রেজিস্ট্রেশন নিয়েও সুর চড়ান শুভেন্দু-
Suvendu Adhikari নদী অস্তিত্ব থেকে বালি লুঠের অভিযোগে সরব শুভেন্দু। বিএলআরও থেকে ব্লক সভাপতি- শুভেন্দুর নিশানায় সরকারি কর্মকর্তারা। বক্তব্যে তুলে ধরেন টোটো চালকদের কথা। বলেন, ” যারা টোটো চালিয়ে খান যারা গরিব, বেকার যুবরা টোটো চালাচ্ছে – এই সরকার এই মুখ্যমন্ত্রী আরটিও দের নামিয়েছেন, পরিবহন দপ্তরকে নামিয়েছেন। গ্রাম পঞ্চায়েত থেকে পৌরসভা এলাকায় অন্তত ৫০ হাজার যুবক, মহিলারা টোটো চালান, তাঁদের পেটে লাথি মারা হচ্ছে। শোরুমের সঙ্গে বখরা করে রেখেছে তৃনমূল।”

Suvendu Adhikari কেন আয়ুষ্মান ভারত চলবে না পশ্চিমবঙ্গে? প্রশ্ন শুভেন্দুর
Suvendu Adhikari পরিযায়ী শ্রমিক থেকে কৃষক, স্কুল, কলেজ, থেকে স্বাস্থ্য সাথী কার্ড- রাজ্য সরকারের বিরোধিতায় এদিন সভা মঞ্চে শুভেন্দু ছিলেন আক্রমনাত্বক। বলেন, “একদিকে পরিযায়ী শ্রমিক, একদিকে বালি চুরি, একদিকে ধানের দাম নেই। কিষান মান্ডিতে যখন যাবেন – ১০ কুইন্টালের বেশী ধান সরকার কিনবে না। টোটো চালকদের থেকে চাঁদা তোলা হবে।” এরপরেই স্কুল কলেজের অবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ” বিদ্যালয় ধ্বংস, কলেজ ফাঁকা, হাসপাতালে কিছু নেই, শুধু রেফার করে। স্বাস্থ্য সাথীর কার্ড কোন নার্সিংহোম নেয় না। বহরমপুরে যান বলবে ক্যাশ না কার্ড। কার্ড আছে বললে বলবে বেড নেই। ক্যাশে করব বললে বলবে বেড রেডি।”
Suvendu Adhikari ‘২৬ এ শুন্য করব। গোল্লা নিয়ে বাড়ি যাবে মমতা বন্দ্যোপাধ্যায়’- শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী এদিন বলেন, “বড়ঞার সিট বিজেপির সিট। ভয় পাবেন না, মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি। ২৬ এ ভবানিপুরে হারাব। ২৬ এ বদল আনুন। বিকাশ বাদ, রাষ্ট্রবাদ নিশ্চিত করবে বিজেপি। ঘন ঘন আসতে হবে। সভাও করবে, পদযাত্রা করব, জন সংযোগ করব, চাও খাব, বাড়িতেও যাব। লড়াই তীব্র হবে। আমরা জিতব। ওরা হারবে।”















