Suti Road রাস্তা নাকি নরক ! ফের খাটিয়ায় রোগী মুর্শিদাবাদে

Published By: Imagine Desk | Published On:

Suti Road মুর্শিদাবাদের রাস্তার দুরবস্থার ছবি আবারও উঠে এল সামনে। এবার ঘটনাস্থল সুতি-২ ব্লকের Suti 2 Block  উমরাপুর গ্রাম পঞ্চায়েতের এলাহাবাদ গ্রাম। এখানকার রাস্তার  এতটাই খারাপ অবস্থায় রয়েছে যে অ্যাম্বুলেন্স তো দূর, টুকটুকও যেতে চায় না। ফলে রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে খাটিয়াই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।

Suti Road  সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে, খাটিয়ায় শোয়ানো এক রোগীকে কাঁধে করে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এলাহাবাদ থেকে উমরাপুর গ্রাম অবধি প্রায় দেড় কিলোমিটার রাস্তা সম্পূর্ণভাবে যানবাহন চলাচলের অযোগ্য।

Suti Road  স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কংক্রিটের রাস্তা নির্মাণ হয়েছিল প্রায় ৩-৪ বছর আগে। পঞ্চায়েত প্রধান রাবিকুল ইসলাম জানিয়েছেন, ২০২০-২১ সালে পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল এবং মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (এমজিএনআরইজিএ)-এর মাধ্যমে রাস্তাটি তৈরি করা হয়েছিল। তবে চলতি বছর বর্ষাকালে ঝাড়খণ্ড থেকে জল ঢুকে গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার প্রভাবে রাস্তার ব্যাপক ক্ষতি হয়।

Suti Road  এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, রাস্তার হাল ফেরাতে প্রশাসনের নজর দেওয়া অত্যন্ত জরুরি, না হলে বারবার খাটিয়াই হয়ে উঠবে রোগী পরিবহণের একমাত্র উপায়।

এর আগে  অন্তঃসত্ত্বাকে খাটিয়ায় তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয় সুতি থেকেই  ।  সুতি-১ ব্লকের Suti -01 Block  হারুয়া গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত পারাইপুর গ্রামে দক্ষিণপাড়া এবং পূর্বপাড়ার মধ্যে এক কিলোমিটার রাস্তা তৈরির জন্য ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বরাদ্দ হয় ৩৯ লক্ষ টাকা। তবে প্রায় ১৬ মাস পেরিয়ে গেলেও তৈরি হয়নি রাস্তা। সেই রাস্তার ভিডিও ভাইরাল হতে রাস্তা সংস্কারের কাজও শুরু হয়।