Suti News সুতিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার মালদার যুবক। আগ্নেয়াস্ত্র হাত বদলের উদ্যেশ্যে ঐ যুবক সুতিতে এসেছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ সুত্রে জানা গিয়েছে বুধবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে সুতির মধুপুর হল্টের কাছে আটক করা হয় আরিফ ইকবালকে। তল্লাশি চালাতেই ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এমএম পিস্তল, ৫ রাউন্ড গুলি। ধৃত যুবক মালদার কালিয়াচলের বাসিন্দা বলে পুলিশ সুত্রে খবর। বৃহস্পতিবার ঐ যুবককে ৭ দিনের হেফাজতে চেয়ে এদিন জঙ্গিপুর কোর্টে পাঠায় পুলিশ।
Suti News ফরাক্কার এসডিপিও সেখ সামসুদ্দিন জানান, বুধবার রাত সাড়ে নটা নাগাদ সুতি থানার কাছে গোপন সূত্রে একটা খবর আসে। মধুপুর হল্টের কাছাকাছি জায়গায় আরিফ ইকবাল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর বাড়ি কালিয়াচক। আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। নির্দিষ্ট মামলা হয়েছে। সাত দিনের পুলিশ হেফাজতে চেয়ে কোর্টে তোলা হয়েছে বৃহস্পতিবার। কী উদ্দ্যেশ্যে অস্ত্র নিয়ে এসেছিল, সেটা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।