Suti News মুর্শিদাবাদের সুতির আহিরনে ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি! আহত একাধিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা সাড়ে ১০টা নাগাদ পুলিশ লেখা চার চাকা গাড়িটি জঙ্গিপুরের দিক থেকে সুতির দিকে যাচ্ছিল। পথে আহিরনে নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কের উপর উল্টে যায়। তাতেই আহত হন গাড়িতে থাকা তিনজন পুলিশ কর্মী। পুলিশের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটিকে উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান অজগরপাড়া ট্রাফিক গার্ড পুলিশের কর্মীরা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তড়িঘড়ি দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকেও উদ্ধার করা হয়। কী কারণে দুর্ঘটনার কবলে গাড়ি! তা খতিয়ে দেখা হচ্ছে।