Suti News: ড্রেনের নোংরা জলে পা ভিজিয়েই স্কুলে যেতে হচ্ছে অরঙ্গাবাদে !

Published By: Madhyabanga News | Published On:

মেহেদি হাসানঃ সুতিঃ স্কুলের সামনে রয়েছে হাই ড্রেন । কিন্তু বেহাল ড্রেনের জল নিকাশি ব্যবস্থা । রাস্তার উপরই জমে থাকছে নোংরা জল ও আবর্জনা । এই জমা জলে জেরবার সুতির অরঙ্গাবাদের রেঞাপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। অসুবিধায় পড়ছেন শিক্ষক শিক্ষিকারাও। এই স্কুলের পাশেই রয়েছে অরঙ্গাবাদ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয় । কিন্তু তাতেই এই ড্রেনের জল নিকাশির কোন সুরাহা হয়নি বলে অভিযোগ । প্রতিদিন এই ড্রেনের জল রাস্তায় পড়ছে। স্কুলের বাচ্চারা সেই জল পেড়িয়েই স্কুলে ঢুকছে। স্কুলের গেটের সামনে এমন ভাবে জল জমে থাকায় মশা বাহিত রোগের আতঙ্কও দেখা দিচ্ছে।

নিকাশি ব্যবস্থা ঠিক করতে এবং জমা জল থেকে মুক্তি পেতে বিডিওকে লিখিত ভাবে জানিয়েছেন বলে দাবি স্থানীয়দের। তবে তাতে কোন লাভ হয়নি বলে অভিযোগ । কবে এই জমা জলের হাত থেকে মুখি মিলবে সেদিকেই তাকিয়ে এলাকার বাসিন্দারা। যদিও এলাকার নিকাশি ব্যবস্থা নিয়ে যে সমস্যা তৈরী হয়েছে তা ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সুতি ২ ব্লকের বিডিও সমীরণ কৃষ্ণ মন্ডল । সমাধানের আশ্বাস দিয়েছেন অরঙ্গাবাদ এক নম্বর গ্রাম পঞ্চায়েত ঝর্না দাসও।