Suti Incident মুর্শিদাবাদের সুতির আহিরণে ঘটে গেল শিউরে ওঠার মতো ঘটনা। স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। সোমবার সকালে এই ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়ায় সুতি থানার অন্তর্গত আহিরণ মাঠপাড়ায়। মৃত বধূর নাম রেশমি বিবি বলেই জানা গিয়েছে। সামনে এসেছে বিস্ফোরক অভিযোগ।
Suti Incident পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে বিয়ে হয়েছিল মসিবুল শেখ ও রেশমি বিবির। তাঁদের তিন সন্তানও আছে। পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন মসিবুল। ফলে বেশিরভাগ সময়ই তিনি কর্মসূত্রে বাইরে থাকেন। রবিবার রাতে মুর্শিদাবাদের সুতি এলাকার ওই বাড়িতে ফিরেছিলেন মসিবুল। অভিযোগ, এরপরেই রাতেই শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে কলহ। সেই ঝগড়া ক্রমে আরও বাড়ে। অভিযোগ, রেশমি বিবিকে মারধর করে মসিবুল। সোমবার সকালের দিকে ফের স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ দেখা যায় বলে অভিযোগ। সেসময় হাঁসুয়া দিয়ে স্ত্রীর গলায় কোপ দেয় বলে অভিযোগ স্বামীর বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকেন রেশমি। মেঝে ভেসে যায় রক্তে, এমনটাই জানান আত্মীয়রা।
Suti Incident মৃতের এক আত্মীয় জানায়, বিড়ি বেঁধে সন্তানদের দেখাশোনা করত রেশমি বিবি। কোনরকম আর্থিক সাহায্য করত না স্বামী বিগত তিন মাস ধরে। তবে এমন ঘটনা ঘটে যাবে কেউ ভাবতেও পারেনি। সোমবার সকালে ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় বধূকে পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আহিরণ ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। শোকের ছায়া এলাকায়। বিচার চায় মৃতের আত্মীয়রা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় নাকাচেকিং চলছে। ফোনের লোকেশন ট্রেস করে ধরার চেষ্টা হচ্ছে বলেই জানা গিয়েছে।