Suti Incident মুর্শিদাবাদের সুতির সাজুর মোড় সংলগ্ন মধুপুরে বৃহস্পতিবার সাত সকালে শিউড়ে ওঠার মতো ঘটনা। রাজ্য সড়কের পাশ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের রক্তাক্ত দেহ। বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সুতি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়ায় আতঙ্ক এবং উৎকণ্ঠা। স্থানীয়দের একাংশের অনুমান খুন করা হয়েছে ঐ ব্যক্তিকে। কিন্তু কেন, কে বা কারা করল? দানা বাঁধছে রহস্যের।

Suti Incident রহস্যজনক ঘটনার নেপথ্যে কী? তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। মৃতের পরিচয় জানার পাশাপাশি কীভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ। জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ এই ঘটনা প্রসঙ্গে জানান, মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। কী কারণে মৃত্যু জানতে তদন্ত চলছে।