Suti incident দোকানে বসেছিলেন, আচমকাই গুলি এসে লাগে বুকে! বুধবার সাত সকালে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল এক ব্যবসায়ীর। সাত সকালে শুট আউটের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সুতির কাশেমনগরে। জানা যায়, ছেলের হার্ডওয়ারের দোকানে বসে থাকার সময় দুষ্কৃতিরা গুলি করে ইয়াদ আলী নামে ঐ ব্যক্তিকে। মৃতের পরিবারের অভিযোগ, কয়েকজন দুষ্কৃতি আচমকাই দোকান লক্ষ করে গুলি চালায়। সেই গুলিতেই গুলিবিদ্ধ হন ইয়াদ আলী। ঘটনার পরেই বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় ইয়াদ আলীকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের ছেলের অভিযোগ, এদিন সকালে এক ক্রেতা দোকানে সিমেন্ট কিনতে এসেছিলেন। তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতিরা। সেই গুলি গিয়ে লাগে তাঁর বাবার বুকে। আরও অভিযোগ, এলাকায় বেড়ে চলা জুয়ার ঠেকে ঝামেলার জেরে ওই ক্রেতাকে মারতে এই গুলি চালানো হয়েছিল পরিকল্পিত ভাবে। কিন্তু সেই গুলিতে অকালে প্রাণ হারান ইয়াদ আলী। ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবার জুড়ে। এলাকাবাসীরাও দুষ্কৃতি তাণ্ডবে আতঙ্কে। ঘটনাস্থলে পুলিশ আসে। হাসপাতাল থেকে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানা।