Suti Bus Accident খুলে গেল চলন্ত বাসের চাকা! ভয়াবহ বাস দুর্ঘটনা সুতিতে

Published By: Imagine Desk | Published On:

Suti Bus Accident  চলতে চলতেই ছিটকে বেরিয়ে গেল চলন্ত যাত্রীবাহী সরকারি বাসের পেছনের দুটি চাকা! ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে কোনরকমে প্রাণে বাঁচলেন বাসে থাকা প্রায় ৪০ জন যাত্রী। দুর্ঘটনার জেরে তীব্র ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন বাস যাত্রীরা। শুক্রবার সকালে দুর্ঘটনা ঘটে ১২ নম্বর জাতীয় সড়কের National Highway 12 উপর মুর্শিদাবাদের সুতির আহিরণে।

খুলে যাওয়া বাসের দুটি চাকা

Suti Bus Accident ঠিক কী ঘটেছিল?

Suti Bus Accident চাকা খুলে যাওয়ার পরেও বেশ কিছুটা পথ এগিয়ে যায় দুর্ঘটনাগ্রস্ত বাস। কোনরকমে সামাল দেন সরকারি বাস চালক। আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। জানা গিয়েছে, শুক্রবার সকালে বাসটি মালদা থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। আহিরণ ব্রিজ পার করার পরেই ঘটে যায় বিপত্তি। খুলে যায় বাসের পেছনের দুটি চাকা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় জাতীয় সড়কে। ছুটে আসেন স্থানীয় লোকজন। খবর পেয়ে আসে সুতি থানার পুলিশ। বাস দুর্ঘটনায় বড়সড় কোন ক্ষয়ক্ষতি না হলেও সামান্য আহত হয়েছেন কয়েকজন বাস যাত্রী। অন্যান্যদের মনেও আতঙ্ক ছড়ায়। শাখোয়াত হোসেন নামে এক বাস যাত্রী বলেন,” বাসের গতি ছিল ভালোই। ওমরপুরের আগেই বাসে তীব্র ঝাঁকুনি হয়,  তাতেই আতঙ্ক ছড়ায়। কোনরকমে প্রাণে বাঁচিয়ে দিলেন উপরওয়ালা”।

Suti Bus Accident  ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। পরে যাত্রীদের অন্য বাসে করে গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করা হয়। ঠিক কী কারণে এই দুর্ঘটনা? কেন যান্ত্রিক গোলযোগ হল? কেন খুলে গেল বাসের চাকা? তাহলে কি রক্ষণাবেক্ষণের অভাব? সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।