Suti accident সংসারের একমাত্র রোজগেরে। স্ত্রী, সন্তানদের জনই গিয়েছিলেন কাজে, কিন্তু পরিবারকে রেখেই চলে গেলেন না ফেরার দেশে। পথ দুর্ঘটনায় শেষ হয়ে গেল সব স্বপ্ন। ভাঙা চোরা ইটের বাড়িটায় একলা দুই সন্তান, স্ত্রী। মুর্শিদাবাদের সুতির রামডোবা এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হল এক লছিমন চালকের। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবার জুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুতির ডিহি গ্রামের বাসিন্দা রফিক সেখ বৃহস্পতিবার বিড়ির পাতা নিয়ে লছিমনে বহুতালি গিয়েছিলেন। সন্ধ্যায় সেখান থেকে বাড়ি ফেরার পথে আহিরনের রামডোবা এলাকায় লরির সাথে লছিমনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই প্রাণ যায় দুই সন্তানের বাবার। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার জেরে অভিভাবকহীন পরিবার। কীভাবে চলবে জীবন? ভেবে কুল পাচ্ছে না অসহায় পরিবার। দুস্থ পরিবারকে শোকার্ত মনে সমবেদনা জানাচ্ছে গোটা এলাকা।
Suti accident সন্তানদের কাছে ফেরা হল না আর! মর্মান্তিক পরিণতি চালকের
Published By: Imagine Desk |
Published On: