Suti Accident রবিবারের সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের সুতিতে। জাতীয় সড়কে নিয়ন্ত্রন হারিয়ে মোটর বাইকে ধাক্কা বেসরকারি যাত্রী বোঝাই বাসের। গুরুতর আহত বাইক চালক, আরোহী। সুতি থানার অন্তর্গত মানিকপুরে ১২ নম্বর জাতীয় সড়কে বাসের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার জেরে আহত হন বাইকে থাকা দম্পতি।
Suti Accident স্থানীয় সূত্রে কী জানা যায়?
Suti Accident স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে জঙ্গিপুরের দিক থেকে একটি বাইক ফারাক্কার দিকে যাচ্ছিল, উল্টো দিক থেকে আসছিল যাত্রী বোঝাই বেসরকারি বাস। স্থানীয়রা তাদের উদ্ধার করে মহেশাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। বাস যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন বাসের যাত্রীরা। দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে যাত্রীদের উদ্ধার করেন স্থানীয়রা। দুর্ঘটনায় জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সুতি থানার পুলিশ। দুর্ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয় এলাকায়। পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনে।