Suti ভয়ঙ্কর পরিণতি উচমাধ্যমিক পরীক্ষার্থীর, শোকে পাথর সুতির এই গ্রাম

Published By: Imagine Desk | Published On:

Suti দোলের দিন মুর্শিদাবাদের সুতিতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সুতির আহিরন ফিডার ক্যানেল ঘাটে বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন বন্ধু মিলে শনিবার স্নান করতে আসে গঙ্গায়। দুই বন্ধু জল থেকে উঠলেও তলিয়ে যায় সুব্রত দাস নামে ঐ কিশোর। সে সাদিকপুর হাইস্কুলের ছাত্র। বাড়ি সাদিকপুর নাপিতপাড়া এলাকায়। ঘটনা জানাজানি হতেই গঙ্গার ধারে জমতে শুরু করে ভিড়। ছুটে আসে বাড়ির লোকজন। খবর দেওয়া হয় থানায়। 

Suti স্পিড বোটে তল্লাশি-

Suti রবিবার সকাল থেকেই শুরু হয়েছে তলিয়ে যাওয়া ছাত্রের খোঁজে তল্লাশি। সোমবার ছিল শেষ পরীক্ষা। তার আগে ছাত্রের এমন পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয় সজনেরা। তলিয়ে যাওয়া কিশোরের দেহ উদ্ধারে সকাল থেকেই শুরু হয় তল্লাশি। দফায় দফায় তল্লাশি অভিযান চলে। দুপুর গড়িয়ে বিকেল হলেও দেহ মেলেনি। নদী পারে অসংখ্য মানুষের ভিড়। প্রত্যেকেই অপেক্ষায় আছেন দেহ উদ্ধারের। অন্যদিকে গঙ্গা পাড়ে নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। গঙ্গার পাড়ে নিরাপত্তার ক্ষেত্রে পুলিশি টহলের দাবিও উঠছে।

Suti অসাবধানতাবশতই কি দুর্ঘটনা ঘটেছে? না অন্য কোন কারণ লুকিয়ে আছে- তদন্তে পুলিশ। অন্যদিকে ছাত্রের এক আত্মীয় জানান, তিন বন্ধু মিলে স্নান করতে এসেছিল। এরকম ঘটনা ঘটে যাবে কল্পনাও করা যায়নি। পরীক্ষা ভালোই দিচ্ছিল।