মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বহরমপুরে সুতপা চৌধুরী খুনে সুশান্ত চৌধুরীর ফাঁসির সাজা দিল আদালত।
ভরসন্ধ্যায় ছাত্রী খুনে আঁতকে উঠেছিল শহর বহরমপুর। সেই খুনের ১৫ মাস পর হল অপরাধীর সাজা ঘোষণা । বহরমপুরে কলেজ ছাত্রী খুনে অপরাধীর ফাঁসির সাজা ঘোষণা করল আদালত। সুতপা চৌধুরী খুনে মঙ্গলবার আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন সুশান্ত চৌধুরী । এরপর সরকার পক্ষ ও অভিযুক্তের পক্ষের আইনজীবিদের বক্তব্য শোনে আদালত । বৃহস্পতিবার অবশেষে ফাঁসির সাজা শোনালেন বহরমপুরের ফাস্ট ট্র্যাক কোর্টের অতিরিক্ত ও জেলা দায়রা বিচারক সন্তোষ কুমার পাঠক। ২০২২ সালের ২রা মে খুনের সন্ধ্যার পর থেকেই জোরদার হয়েছে সুশান্তর কঠোর শাস্তির দাবি। এদিন রায় শুনে এজলাসেই কার্যত মুর্ছা যায় সুশান্ত।
সুশান্ত চৌধুরীকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় (খুন) এবং ২৮ ধারায় (অবৈধ অস্ত্র) আইনে আগেই দোষী সাব্যস্ত করা হয়েছে । প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে শুনানিতে। তদন্তে উঠে আসে, মার্ডার করার আগে সুশান্ত ফ্লিপকার্ট থেকে একটি নকল বন্ধুক কেনেন । যাতে কেও তার কাছে আসলে সেটা দেখিয়ে সে ভয় দেখাতে পারে। এদিন ফাঁসির সাজা শোনাল আদালত।