মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ হাতে বানানো দূরবীন, আবার পিরামিড কিংবা আগ্নেয়গিরির রেপ্লিকা। নিজে হাতে বানিয়েছেন খুদে স্কুল পড়ুয়ারা। রয়েছে গান্ধীজীর বিভিন্ন সময়ের পোস্টকার্ড সহ অনেক নথি। প্রদর্শিত হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণে। ২ রা অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে বিজ্ঞান ও হস্তশিল্পমেলার আয়োজন করল হরিহরপাড়ার একটি বেসরকারি স্কুল। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজে হাতে তৈরি হস্তশিল্প এই মেলায় প্রদর্শন করেন। শুধু প্রদর্শনই না তার পাশিপাশি জেনে নেওয়া তার ইতিহাস এবং এই সমস্ত জিনিষের বিজ্ঞান।
পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান ও হস্তশিল্পে উৎসাহ দিতে শিক্ষক শিক্ষিকারাও এদিন সামিল হন। এই উদ্যোগে খুশি অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকা পড়ুয়া সকলেই। কথায় আছে বাচ্চাদের ছোট থেকে যা সেখাবে তারা ঠিক সেই সমস্ত বিষয় শিখবে। অর্থাৎ তারা একদমই কাদা মাটি যে ছাঁচে ফেলবে, তারা ঠিক সেই রূপ নেবে। আজকের স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগ খুবই গুরুত্ব পূর্ণ ভাবনা। কারণ যত প্রথম থেকেই এদের সেখান হবে ততই এই সমস্ত বাচ্চাদের আগ্রহ বাড়বে এবং শিল্পের বা কলার (আর্ট)-এর সাথে তাদের পরিচয় বাড়বে।