Sukanta Majumdar সামসেরগঞ্জে সুকান্ত মজুমদার, নিরাপত্তার দাবি গ্রামবাসীদের

Published By: Imagine Desk | Published On:

Sukanta Majumdar  মুর্শিদাবাদের সামসেরগঞ্জের জাফরাবাদ। দুষ্কৃতি তাণ্ডবে  আপনজনহারা হয়েছে এই গ্রামের দাস পরিবার। সোমবার সেই জাফরাবাদে নিহত বাবা ছেলের বাড়িতে গেলেন বিজেপি রাজ্য সভাপতি কথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।  কান্নায় ভেঙে পড়েন নিহতদের আত্মীয়রা। কেন্দ্রীয় মন্ত্রীকে সামনে পেয়ে সেদিনের ঘটনার বিবরণ দেন পরিবারের সদস্যরা। সুকান্ত  মজুমদার বলেন, “তৃণমূল নেতৃত্ব নিহতের ছেলেমেয়েদের পড়ার খরচ নিচ্ছেন বটে, কিন্তু ওঁরা কি এই বাচ্চাগুলোকে তাদের বাবা-দাদুকে ফেরত দিতে পারবেন? ওঁদের কেন বলি দিতে হল? ওঁরা কি কারোর বাড়িতে ঢিল মেরেছিল? ওঁরা তো ভাঙচুর করেননি।”

Sukanta Majumdar সুকান্ত মজুমদার নিগৃহীতদের অভাব অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন। এলাকার নিরাপত্তায় বিএসএফ আরও বেশি করে মোতায়েন করার আশ্বাস দিয়েছেন তিনি। সুকান্ত বলেন, “রিফিউজি ক্যাম্পে গিয়েছিলাম, তখন প্রত্যেকেরই দাবি ছিল, এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প দরকার। রাজ্য পুলিশের ওপর সাধারণ মানুষের বিশ্বাস নেই। আমি রাজ্য সরকারকে আবেদন করব, এখানে কেন্দ্রীয় বাহিনীর স্থায়ী ক্যাম্প করার জন্য কেন্দ্রের কাছে যেন আবেদন করে।”

Sukanta Majumdar গ্রামবাসীদের এখন দাবি দুটো। এক, দোষীদের শাস্তি। দুই স্থায়ী বিএসএফ ক্যাম্প। প্ল্যাকার্ড হাতে জাস্টিস চেয়ে পথে নামের গ্রামের মহিলারা।  নিরাপত্তার দাবিতে সোচ্চার হলেন গ্রামবাসীরা।