এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Sujit Bose মুর্শিদাবাদে এলেন মন্ত্রী সুজিত বসু, সাংসদ, বিধায়কদের নিয়ে গন্তব্য পরিযায়ীদের গ্রাম

Published on: October 14, 2025
Sujit Bose

Sujit Bose  মঙ্গলবার মুর্শিদাবাদে এলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। ব্যাঙ্গালোরে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত মুর্শিদাবাদের ৭ পরিযায়ী শ্রমিকের পরিবারকে আর্থিক সাহায্য তুলে দিতে মন্ত্রীর মুর্শিদাবাদ সফর। এদিন দুপুর ৩ টে নাগাদ পুর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী বহরমপুরে সার্কিট হাউস থেকে মন্ত্রীর গন্তব্য বহরমপুর ব্লকের রাজধারপাড়া গ্রাম পঞ্চায়েতে এলাকা। মন্ত্রীর সাথেই এদিন হাজির ছিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। দলের একাধিক বিধায়ক, নেতৃত্ব মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।  মন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিহত পরিযায়ী শ্রমিকদের পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেবেন।

Sujit Bose পরিযায়ী শ্রমিকদের মর্মান্তিক পরিণতি, কী বললেন মন্ত্রী সুজিত বসু?

আরও পড়ুন-

Murshidabad Migrant Workers Bangalore: মুখ্যমন্ত্রীর নির্দেশে মুর্শিদাবাদের সেই পরিযায়ীদের পরিবারগুলিকে সাহায্যে মন্ত্রী

 

Sujit Bose   সাংবাদিকদের মুখোমুখি হয়ে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, “অত্যন্ত দুর্ভাগজ্যজনক বিষয়। এই ঘটনা হওয়ার পরেই এখানকার সাংসদ, বিধায়করা,দলীয় নেতৃত্বরা খবরটা মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছান। মুখ্যমন্ত্রীও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন। সামিরুলও যোগাযোগ করেন। ইউসুফ পাঠান আছেন, নিয়ামত সেখ, আবু তাহের, পঞ্চায়েত সমিতির সভাপতি, ডেভিড সবাই আছেন। মাননীয়া মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছেন। সরকারের পক্ষ থেকে ২ লক্ষ টাকার চেক তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ডিএম সাহেবও আছেন। সেই কাজটা করতেই এখানে এসেছি। ঘটনার সাথে সাথেই আমাদের যারা দলীয় কর্মীরা আছেন, যারা বিধায়ক,সাংসদরা যোগাযোগ করেছেন। সরকারও বডি আনার ক্ষেত্রে সহযোগিতা করেছে। পরিবারগুলোর পাশে আমরা আছি।”

Sujit Bose আর কী জানান মন্ত্রী?

Sujit Bose গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরেই কি মর্মান্তিক এই বিপর্যয়! নাকি অন্য কোন কারণ লুকিয়ে? যে প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘এফআইআর হয়েছে, তদন্ত হোক। তদন্তের পরেই বলা যাবে।’

আরও পড়ুন-

Murshidabad Labour বেঙ্গালুরুতে শেষ ৭ পরিযায়ী শ্রমিক। ফিরল দেহ

 

Sujit Bose মঙ্গলবার বিকেল ৪ টে ৪৫ নাগাদ মুর্শিদাবাদ – জিয়াগঞ্জ ব্লকের নতুনগ্রাম যাবেন মন্ত্রী। এরপর হরিহরপাড়া ব্লকের খিদিরপুর গ্রাম পঞ্চায়েত যাবেন বিকেল সাড়ে ৫ টা নাগাদ।

Sujit Bose উল্লেখ্য, বেঙ্গালুরুতে শ্রমিকদের থাকার ঘরেই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেখানেই পুড়ে যান ৭ জন। বেঙ্গালুরুর  ভিক্টোরিয়া হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছিল। একে একে নূরজামান সেখ, জাহেদ আলি,  বহরমপুর থানার নাগড়াজোলের বাসিন্দা মিনারুল সেখ, তাজিবুল সেখ ও জিয়াবুর সেখ,  সাফিজুল শেখের মৃত্যু হয়। হাসান মল্লিককে চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা  হয়েছিল। কিন্তু শনিবার তাঁরও মৃত্যু ঘটে।  রবিবার ৫ শ্রমিকের দেহ এসে পৌঁছায় মুর্শিদাবাদে। এই ঘটনায় শোকস্তব্ধ পরিযায়ী শ্রমিকদের পরিবার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now