Sujit Basu মুর্শিদাবাদ সফরে এলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। শুক্রবার সকালে বহরমপুরে সার্কিট হাউসে মন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব। ফুলের তোড়া, উপহার দেওয়া হয় মন্ত্রীকে। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুর্শিদাবাদ সফর সুচী জানান মন্ত্রী। মূলত এদিন বড়ঞা বিধানসভার ভরতপুর ১ নম্বর ব্লকে বন্যা পরিস্থিতি নিয়ে সরব হন। বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তাঁর এই কর্মসূচী। সুজিত বসু আরও বলেন, ‘ বড়ঞা ছাড়াও সুতি, সামসেরগঞ্জও দেখে আসতে বলেন মুখ্যমন্ত্রী। সামসেরগঞ্জেও প্রচুর ভাঙন হয়েছে। সেইগুলো দেখে মালদা যাব।’
Sujit Basu বহরমপুর থেকে মন্ত্রীর গন্তব্য ভরতপুর ১ নম্বর ব্লকের ইব্রাহিমপুর। এদিন দুপুরেই মন্ত্রী যান গ্রামে। কান্দির বিধায়ক অপূর্ব সরকার, রাজ্য তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোশারফ হোসেন ও স্থানীয় জনপ্রতিনিধিদের একাংশের উপস্থিতিতে প্লাবিত এলাকার বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয় শুকনো খাবার। হাতে হাতে সেই ব্যাগ তুলে দেন খোদ মন্ত্রী। এদিন মন্ত্রীর হাত থেকে ত্রাণ পান ছত্রপুর, জাকিনা, ইব্রাহিমপুরের বাসিন্দারা।
Sujit Basu এই প্রসঙ্গে সুজিত বসু বলেন, ‘ তিনটে গ্রামের দেড় হাজার বাসিন্দাকে কিছু শুকনো খাবার দেওয়া হল। প্রধান থেকে অনেক নেতৃত্ব আছেন, পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদ আছে, তাদের হাত দিয়েই এই জিনসগুলো বিতরণ হবে। মূল লক্ষ্য হল, কোথাও কিছু ঘটলে মুখ্যমন্ত্রী প্রতিনিধি পাঠান। তাঁর প্রতিনিধি হয়ে এখানে এসেছি। কিছু কিছু জায়গায় জল জমে, নৌকা নিয়ে আসতে হয়। এবার কংক্রিটের রাস্তা করে দেওয়ার জন্য গাড়ি নিয়েই প্রবেশ করা গেছে। মন্ত্রী বলেন, ‘ ম্যাসাঞ্জোর ড্যাম থেকে জল ছাড়ছে, তিলপাড়া বাঁধ হয়ে জল আসছে, অতিরিক্ত জল ছাড়া ও ভারী বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় যে জল আসছে, সরকারের সজাগ দৃষ্টি আছে।