Subrata Saha: প্রয়াত মন্ত্রী সুব্রত সাহা। ছিলেন সাগরদিঘীর বিধায়ক।

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  প্রয়াত হলেন পশ্চিমবঙ্গ সরকারের  খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহা। তিনি ছিলেন সাগরদিঘীর বিধায়ক। বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৯। হৃদরোগের চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করা হয়েছিল  মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ। এদিন সকাল দশটা চল্লিশে তাঁকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ভর্তি করা হয় সিসিইউ তে। হাসপাতালেই ১১টা ২ মিনিট নাগাদ প্রয়াত হয়েছেন তিনি। একিউট ম্যাসিভ হার্ট এটাক নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে।

২০১১ সালে সাগরদিঘি থেকে জেলার একমাত্র তৃণমূল কংগ্রেস বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন সুব্রত সাহা। টানা তিন বার নির্বাচনে ঐ কেন্দ্রের বিধায়ক হন তিনি। সুব্রত সাহার মৃত্যুতে শোকের ছায়া জেলার রাজনৈতিক  মহলে। কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন সুব্রত সাহা। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন।