নিজস্ব সংবাদদাতা, হরিহরপাড়াঃ ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে মাঘের শুরুতে মেঘের মুখ ভার। দু-এক পশলা বৃষ্টি আমেজ বাড়িয়েছে শীতের। সেই আমেজে জেলার স্কুল কলেজে শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। পড়াশোনার পাশাপাশি সাধারণত ছাত্র ছাত্রীদের শরীরচর্চার মধ্যে মানসিক ও শারীরিক বিকাশের লক্ষ্যেই স্কুল স্তরে এইধরণের ক্রীড়া প্রতিযোগিতা হয়। বৃহস্পতিবার হরিহরপাড়া ফুটবল মাঠে যেমন হয়ে গেল হরিহরপাড়া হাইস্কুলের ক্রীড়া প্রতিযোগিতা।
এদিন স্কুলের পড়ুয়ারা প্রায় ৫২টি বিভাগে অংশগ্রহণ করেছিল। এ বছর ছিল স্কুলের ৬৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষকাদের জন্যও ছিল ক্রীড়া প্রতিযোগিতা। পড়য়াদের পাশাপাশি অভিভাবকদেরও স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে ছিল উৎসাহ।
শীতের সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মাতল হরিহরপাড়ার পড়ুয়ারা
Published on: January 18, 2024













