Students Health Home রবিবার বৃষ্টি ভেজা দিনে বহরমপুরে তীব্র হল আরজি কর কান্ডে বিচারের দাবি। এদিন ছিল স্টুডেন্টস হেলথ হোমের প্রতিষ্ঠাদিবস।প্রতিষ্ঠা দিবসে একদিকে রক্তদান শিবির অন্যদিকে তিলোত্তমা হেলথ ক্যাম্প করা হয় বহরমপুর স্টুডেন্টস হেলথ হোমে । রবিবার বহরমপুর আঞ্চলিক কেন্দ্রের পক্ষ থেকে এই রক্তদান শিবিরে অনেকেই রক্তদান করেন। এই শিবির থেকে তিলোত্তমার বিচারের দাবি তোলেন স্টুডেন্টস হেলথ হোমের সদস্যরা।
শুরু রক্তদান শিবিরই নয় এর পাশাপাশি তিলোত্তমা হেলথ ক্যাম্পেরও আয়োজন করা হয়। হেলথ ক্যাম্পে অনেকেই স্বাস্থ্য পরীক্ষা করান। স্টুডেন্টস হেলথ হোম’এর বহরমপুর কেন্দ্রের সভানেত্রী সুজাতা চক্রবর্তী জানান, আরজি কর কান্ডে বিচারের দাবিতে চলা লড়াইয়ে সংহতি জানাচ্ছে হেলথ হোম।