এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Students Felicitation কৃতী পড়ুয়াদের সংবর্ধনা কৃষি প্রযুক্তিবিদদের

Published on: June 14, 2025
Students Felicitation

Students Felicitation মুর্শিদাবাদ জেলার মাধ্যমিকে কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জানালেন  স্টেট এগ্রিকালচারাল টেকনোলজিস্ট সার্ভিস অ্যাসোসিয়েশনের State Agricultural Technologists’ Service Association  সদস্যরা । শনিবার জেলা কৃষি ভবনে সংগঠনের কর্মকর্তা ও কৃষি আধিকারিকদের উপস্থিতিতে কৃতী পড়ুয়াদের সংবর্ধনার পাশাপাশি আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এর পাশাপাশি এদিন জেলা কৃষি ভবনে কৃষকদের সহায়তায় একটি লাইব্রেরিরও উদ্বোধন কড়া হয়। জেলা সম্পাদক মিঠুন সাহা জানান, মাধ্যমে মুর্শিদাবাদ জেলায় মাধ্যমিকের  ৩ জন প্রথম ছাত্রীছাত্রী সহ ১১ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। মুর্শিদাবাদ জেলার ৮ জন কৃষিপ্রযুক্তিবিদকেও সম্মান জ্ঞাপন করা হয়। জেলা কৃষি দপ্তরের যুগ্মসচিব তাহিরুজ্জামান   ও প্রশাসনিক আধিকারিকেরা এদিনের অনুষ্ঠানে যোগদেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now