Students Credit Card রাজ্যে; ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবে ছাত্রছাত্রীরা

Published By: Madhyabanga News | Published On:

রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যে  চালু হচ্ছে Students Credit Card। এই প্রকল্পে স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাবেন ছাত্রছাত্রীরা। প্রকল্প চালু হবে ৩০ জুন থেকে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে   স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্প ।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন,  ছাত্র ছাত্রীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাবেন ক্লাস টেন থেকেই । কোন গ্যারেন্টার ছাড়াই ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে । সরকারই হবে ঋণের গ্যারেন্টার।

এই ঋণের সুবিধা পাওয়া যাবে  ৪০ বছর বয়স পর্যন্ত। ঋণশোধ শুরু করার জন্য চাকরি পাওয়ার পর সময় পাওয়া যাবে এক বছর। ঋণ শোধ কুরতে হবে ১৫ বছরের মধ্যে।

দেশ হোক বা বিদেশ, যে কোন স্থানেই পড়াশোনা রিসার্চের জন্য ঋণ পাওয়া যাবে। তবে ১০ বছ বা তার বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে আছেন এমন ছাত্রছাত্রীরাই সুবিধা পাবেন।