Strike News ধর্মঘটে কী প্রভাব মুর্শিদাবাদে ? কোথাও অবরোধ। কোথাও মিছিল

Published By: Imagine Desk | Published On:

Strike News সকাল থেকে ধর্মঘটে মিশ্র প্রভাবের ছবি মুর্শিদাবাদ জেলায়। এদিন সকালে লালগোলা স্টেশনে ট্রেন অবরোধ করে ধর্মঘটীরা। লালগোলা স্টেশনে প্রায়  ১৫ মিনিট আটকে থাকে কলকাতাগামী ধনধান্যে এক্সপ্রেস। রেল লাইনে নেমে স্লোগান দিতে থাকেন ধর্মঘটীরা। প্রায় ১৫ মিনিট  পরে আরপিএফ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়।

Strike News ধর্মঘটের মিশ্র প্রভাব বহরমপুর শহরেও  । রাস্তায় নামছে কম সংখ্যায় বেসরকারি বাস । তবে পথে রয়েছে সরকারি বাস। সকাল অবধি বহরমপুরে বন্ধ রয়েছে অধিকাংশ দোকান। দোকান, স্কুল, ব্যাঙ্কের গেটে বাঁধা রয়েছে পতাকা।  মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় চলছে মিছিল। সকালে মিছিল, রাস্তা অবরোধ হয় কান্দিতে। কান্দি বাসস্ট্যান্ডে হয় পিকেটিং। মুর্শিদাবাদের হরিহরপাড়াতেও মিছিল, প্রতীকি পিকেটিং হয় রাস্তায়। তবে সকাল থেকে এখনও কোন অশান্তির খবর নেই।

শ্রম কোড বাতিল সহ মোট ১৭ দফা দাবিকে সামনে রেখে ৯ জুলাই ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলি । ধর্মঘটে শামিল সংগঠনগুলির দাবি, গত ১১ বছর ধরে একনাগাড়ে শ্রমিক শ্রেণির সঙ্গে প্রতারণা করে আসছে মোদী সরকার। ‘মুক্ত অর্থনীতির’ নাম করে বহু লড়াই সংগ্রামের মাধ্যমে শ্রমিকদের অর্জিত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মোট ২৯টি শ্রম আইন বাতিল করে তার বদলে ৪টি শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড চাপিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদেই এদিনের ধর্মঘট।