Stop Diarrhoea Campaign বীরভূমে পটচিত্রে এবার পানীয় জলের সচেতনতা

Published By: Madhyabanga News | Published On:

Stop Diarrhoea Campaign লাল মাটির রাস্তা, চারিদিকে শাল-পিয়াল গাছে ঘেরা বীরভূম জেলা । সেখানেই এখনও রয়েছে বাংলার সুপ্রাচীন লোকশিল্প পটচিত্র। সিউড়ি-১ ব্লকের আলুন্দা গ্রাম পঞ্চায়েতের ইটাগড়িয়া গ্রামে প্রাচীন লোকশিল্প পটচিত্রকে বাঁচিয়ে রেখছেন পটুয়া সম্প্রদায়ের মানুষেরা। পটের গানে দিচ্ছেন জল সংরক্ষণের বার্তা।

এই বিলুপ্ত প্রায় লোকশিল্পের দুই শিল্পী লাল্টু পটুয়া এবং তাঁর স্ত্রী মনুয়া বিবি। তারা গান ও ছবির মধ্যদিয়ে উঠে এসেছে জল বাঁচানোর কথা। উঠে এসেছে জল নষ্ট না করার বার্তা।

শিল্পী লাল্টু পটুয়া এবং তার স্ত্রী মনুয়া বিবি ছবি ও গানে বোঝালেন কীভাবে পানীয় জল সংগ্রহে এসেছে বদল। জল জীবন মিশনে গ্রামে আসছে স্বস্তি। তবে মানুষ সেই বিশুদ্ধ পানীয় জলও অপচয় করছে। শুকচ্ছে ভূগর্ভের জল। তাই মানুষকে সচেতন করতে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং আইএসএ-এর উদ্যোগে Stop Diarrhoea Campaign-এর মধ্যদিয়ে সমস্ত বীরভূম জুড়ে পটচিত্রের মাধ্যমে সাধারণ মানুষকে পানীয় জল নিয়ে সচেতন করা হচ্ছে। তার অংশ হিসেবেই গ্রামে গ্রামে পটের গান শোনাচ্ছেন লাল্টু পটুয়া, মনুয়া বিবি।