Stop Child Marriage সাঁওতালি ভাষায় বাল্য বিবাহ রোধের শপথ মুর্শিদাবাদে

Published By: Imagine Desk | Published On:

Stop Child Marriage মুর্শিদাবাদ জেলায় এবার সাঁওতালি ভাষাতেও নেওয়া হল বাল্য বিবাহ রোধের শপথ। বৃহস্পতিবার নবগ্রামের কিরীটেশ্বরী মন্দির Kiriteswari Mandir  আবাসনে  সচেতনতা শিবির থেকে এই শপথ বাক্য পাঠ করলেন মুর্শিদাবাদের অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক SHRI CHIRANTAN PRAMANIK, WBCS(EXE)। শপথে গলা মেলালেন স্কুল ছাত্রী, স্বাস্থ্য কর্মী থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা।

Stop Child Marriage আমার শৈশব আমার অধিকার। সেই অধিকারের লড়াই চলছে মুর্শিদাবাদ জেলা জুড়ে। জেলার জ্বলন্ত সমস্যাকে গোঁড়া থেকে নির্মূল করতে দিকে দিকে চলছে প্রচার, অভিযান। বাল্যবিবাহ কী? কেন তা প্রতিরোধ করা উচিত? শিক্ষক, শিক্ষিকার কী কর্তব্য? পরিবারের কী কর্তব্য? পাড়া পড়শিরই বা কী কর্তব্য? সরাসরি জনগণের মাঝে গিয়ে বোঝানো হচ্ছে বার বার। এবার হাতিয়ার ‘মাতৃভাষা’। বৃহস্পতিবার বাল্যবিবাহ বন্ধ করতে সচেতনতামূলক সভা হয় নবগ্রাম কিরীটেশ্বরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিরীটেশ্বরী মন্দির আবাসনে ।

Stop Child Marriage  আদিবাসী নিবিড়  গ্রামে সাঁওতালি ভাষায় বাল্যবিবাহ রোধের বার্তা দেন মুর্শিদাবাদের অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক। তিনি বলেন, যে ভাষায় স্থানীয় মানুষ বোঝেন সেই ভাষাতে প্রচারের কথা মাথায় রেখেই এই ভাবনা।  তিনি বলেছেন, বাল্য বিবাহ রোধে সকলেই এগিয়ে আসতে হবে।  ১০৯৮ এর হেল্প লাইনে  প্রতিদিন গড়ে ২০০ ফোন আসছে।  সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার বার্তা দেওয়া হয় সভা থেকে। জনগণের সাথে জনসংযোগে তুলে ধরা হয় বাল্যবিবাহের কুফল। ১৮ র আগে বিয়ে নয়, বোঝানো হয় কিশোরীদের।