Stop Child Marriage ২৫ এই বন্ধ ৬০০ বিয়ে। কড়া FIR ও

Published By: Imagine Desk | Published On:

Stop Child Marriage এই বছররেই মুর্শিদাবাদ জেলায় বন্ধ করা হয়েছে  ৬০০ রও বেশি বিয়ে। তবে যে সে বিয়ে নয়। এই ৬০০ বিয়েতে পাত্র , পাত্রী বা দুজনের একজনের বয়স ছিল ১৮’র কম। বেআইনি জেনেও দেওয়া হচ্ছিল বিয়ে। বিয়ে রুখতে অ্যাকশনে নামে প্রশাসন। কোথাও গোপন সূত্রে খবর পেয়ে কোথাও সমাজকর্মীদের মারফৎ খবর পেয়ে চলে বিয়ে রোখার অভিযান। শুক্রবার বহরমপুরে  জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন মুর্শিদাবাদের  অতিরিক্ত জেলা শাসক-উন্নয়ন, চিরন্তন প্রামাণিক SHRI CHIRANTAN PRAMANIK, WBCS(EXE)

Stop Child Marriage  তিনি দাবি করেছেন, বাল্য বিবাহ রুখতে কোমড় বেঁধে ময়দানে নেমেছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। “চাইল্ড হেল্পলাইন” ( ১০৯৮) -এর মাধ্যমে ২০২৫ এর জুলাই মাসেই ২২৫ টা বিয়ে বন্ধ করা গিয়েছে। জুন মাসে বন্ধ করা গিয়েছিল ২০২ টো বিয়ে যেখানে পাত্র , পাত্রী বা দুজনেরই বয়স ছিল ১৮ বছরের কম । ২০২৫ এর মে মাস অবধি এই সংখ্যাটা ছিল ১৬৩। ২০২৪ সালে ৪৭১ টা বিয়ে আটকাতে পেরেছিল প্রশাসন। আর ২০২৫ সালে এর মধ্যেই আটকানো গিয়েছে ৬০০র বেশি  বিয়ে। প্রশাসনের দাবি, সমস্ত অভিযোগের নথি রয়েছে সরকারের Child Marriage Reporting and Tracking System এ।

বাল্য বিবাহ রুখতে গ্রামে দেওয়াল লিখন

 

Stop Child Marriage  শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুর্শিদাবাদ জেলায় বাল্য বিবাহ রোধে প্রশাসনের ভূমিকার কথা তুলে ধরেছেন   মুর্শিদাবাদের অতিরিক্ত জেলা শাসক -উন্নয়ন চিরন্তন প্রামাণিক । তিনি জানান, প্রশাসনের উদ্যোগ সত্ত্বেও অনেক এলাকা থেকে নাবালক নাবালিকাদের  বিয়ের খবর পাওয়া যাচ্ছে না। আশাকর্মী, আইসিডিএস কর্মীদের ওই সব এলাকায় বাল্য বিবাহের খবর দেওয়ার জন্য বিশেষে দায়িত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও  জানিয়েছেন,  বিয়ে রুখতে পকসো ধারায় মামলাও  দায়ের করা হচ্ছে। এই অভিযানে পকসো ধারায় ৫ টি মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতার পরিবারের জন্য কাউন্সিলিং, আইনি সহযোগিতা দেবে সরকার।

See also  বিডিও’র বিরুদ্ধে নালিশ ঠুকে  ফাঁপরে সভাপতি ! কেঁচো খুড়তে কেউটে !

Stop Child Marriage জানা গিয়েছে , বাল্য বিবাহ রুখতে মুর্শিদাবাদ জেলায়  বেড়েছে এফআইআর দায়েরর সংখ্যাও। বাল্যবিবাহ রুখতে মুর্শিদাবাদ জেলায় ২০২৪ সালে ৫০ টি এফআইআর দায়ের করা হয়েছিল। যদিও ২০২৫ এর জুলাই মাসে এর মধ্যেই ৪৬ টি এফআইআর করা হয়েছে। ২০২৫ -এ মোট এফআইআর’এর সংখ্যা ১১২ টি।

বাল্য বিবাহ রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য সংবর্ধনা জানানো হচ্ছে এক কন্যাশ্রী যোদ্ধাকে

 

Stop Child Marriage মুর্শিদাবাদের  অতিরিক্ত জেলা শাসক জানান, মানুষকে বোঝানোর চেষ্টা হচ্ছে। না বুঝলে বাধ্য হয়েই এফআইআর দায়ের করতে হচ্ছে। এমনও হয়েছে যেখানে নাবালিকারভ  বাল্য বিবাহ আটকেছে প্রশাসন। কিন্তু তার ৬ মাসের মাধ্যেই ওই নাবালিকার বিয়ে দেওয়া হয়েছে। অন্তঃস্বত্বাও হয়ে পড়েছেন ওই নাবালিকা। এই ঘটনায় পাত্রের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।

 

Stop Child Marriage বেশ কিছু বছর ধরেই মুর্শিদাবাদ জেলায় বাল্য বিবাহের ছবিটা বেশ উদ্বেগের।

National Family Health Survey অর্থাৎ  NFHS-5 -এ দেখা গিয়েছিল মুর্শিদাবাদ জেলায় ২০ থেকে ২৪ বছর বয়সের মহিলাদের মধ্যে   55.4 % বাল্য বিবাহের শিকার। সমাজকর্মীদের দাবি, কোভিড পরিবর্তীকালে বেড়েছে বাল্যবিবাহের সংখ্যাও।

Stop Child Marriage তবে জেলা প্রশাসনের দাবি, এই বছর জুন থেকে মুর্শিদাবাদ জেলায় বাল্য বিবাহ ও ড্রপ আউট মুক্ত ব্লক গড়তে বিশেষ অভিযান শুরু হয়েছে। প্রশাসনের দাবি, মিলছে ফলও। ২০২৫ এর মে মাস ও জুন মাসের মধ্যে টিনেজ প্রেগনেন্সি অর্থাৎ কিশোরীদের গর্ভবতী হওয়ার ঘটনা কমেছে ২ শতাংশ। প্রশাসনের দাবি, বাল্য বিবাহ রুখতে ডেকরেটার, ক্যাটারারদেরও নিজেদের সঙ্গে জুড়ছে প্রশাসন। সামঞ্জস্য রেখে কাজ করছে বিভিন্ন সরকারি দপ্তর।