এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Domkal Police Against Child Marriage : ১৬ বছরের মেয়ের বিয়ে ; ডোমকলে পুলিশের হানা, আটক ৩

Published on: July 23, 2022

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ কিশোরীর বিয়ে ভেস্তে তিন জনকে আটক করেছে ডোমকল থানার পুলিশ। শুক্রবার সন্ধেয় বিশেষ সূত্রে খবর পেয়ে ডোমকল মহিসারপাড়ায় এক ম্যারেজ রেজিস্ট্রারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানেই দেখা যায় আয়োজন হয়েছে নাবালিকার বিয়ের। রাইপুর সেখপাড়ার বাসিন্দা পাত্রীর বয়স মাত্র ১৬, অন্যদিকে পাত্রের বয়স ১৯। কিশোরীকে উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, জোর করে, ভুল বুঝিয়ে বিয়ের আসরে আনা হয়েছিল ওই কিশোরীকে । ঘটনায় জালালউদ্দিন মিয়া, রমজান মণ্ডল ও সমজান আলি মণ্ডল নামের তিনজনকে আটক করেছে ডোমকল থানার পুলিশ। ডোমকল থানায় অভিযুক্তদের নামে রুজু হয়েছে কেস।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now