হরিহরপাড়ায় পরিদর্শনে রাজ্য মাইনরিটি কমিশন

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, হরিহরপাড়াঃ সংখ্যালঘু মানুষদের জন্য এর আগে কী কী কাজ করা হয়েছে ? সেই সমস্ত বিষয় নিয়ে এর আগেই বৃহস্পতিবার। জেলা প্রশাসনিক ভবনে পশ্চিমবঙ্গ মাইনরিটি অ্যাফেয়ার্স কমিশনের তরফ থেকে আয়োজন করা হয়েছিল একটি আলোচনা সভার।

পরেরদিন অর্থাৎ শুক্রবার। হরিহরপাড়া ব্লকের চুয়া এলাকার আসিয়ানা আশ্রম ও হাজি এ.কে খান কলেজ প্রাঙ্গণে গিয়ে পরিদর্শন করেন রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান।

পাশাপাশি আসিয়ানা আশ্রম ও সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথাও বলেন তিনি। সঙ্গে ছিলেন হরিহরপাড়া ব্লকের বিডিও ছেরিং জাম ভুটিয়া সহ আইএএস এবং জয়েন্ট বিডিও।