এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

সামসেরগঞ্জে ভাঙন প্রতিরোধের কাজের শিলান্যাসে এলেন সেচ প্রতিমন্ত্রী

Published on: December 8, 2023

নিজস্ব সংবাদদাতা, সামসেরগঞ্জঃ ভাঙনপ্রবণ এলাকা মুর্শিদাবাদের সামসেরগঞ্জ এলাকা। শুক্রবার বিকেলে সামশেরগঞ্জের নিমতিতা গ্রাম পঞ্চায়েত এলাকায় ভাঙন প্রতিরোধের কাজের শিলান্যাসে এলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। প্রায় ১০ কোটি টাকা খরচ করে দুর্গাপুর থেকে কামালপুর পর্যন্ত ৩৫০ মিটার কাজের শিলান্যাস করেন সেচ প্রতিমন্ত্রী। ভাঙ্গনে দিশেহারা সামসেরগঞ্জের নদী পারের বাসিন্দারা। ভয়াবহ নদী ভাঙনে প্রতি বছরই বহু মানুষকে গৃহহীন হতে হয়। এবারও কয়েকশো পরিবার গৃহহীন হয়েছেন। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী সামশেরগঞ্জে এসে নদী ভাঙন রোধে ১০০ কোটি টাকার ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রীর ঘোষণার প্রায় সাত মাস পর শুক্রবার ১০ কোটি টাকার কাজের সূচনার প্রতিশ্রুতি দিলেন সেচ প্রতিমন্ত্রী। এদিন নিজের মাটির বস্তা ফেলে কাজের সূচনা করলেন। সেচ প্রতিমন্ত্রী জানান ছ’টি স্কিমে ৯৭ কোটি টাকার কাজ হবে নদী ভাঙ্গন রোধে। এদিন বিধায়ক সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। বিধায়ক জানান আনুষ্ঠানিক উদ্বোধন হলেও গঙ্গায় জলস্তর কমলে জানুয়ারি মাসের মাঝামাঝিতে শুরু হবে এই কাজ।

স্থানীয় বাসিন্দা সাহিবা খাতুন জানান, “কাজ মানে কী সেই বরাবরের মতো বালির বস্তা? প্রশ্ন তুলছেন ভাঙনে দুর্গতরা। মন্ত্রীর কথা মতো বালির বস্তা দিয়ে হবে পার বাঁধানোর কাজ।” তবে নদী পারের বাসিন্দাদের দাবি, বালি দিয়ে কোনও কাজেরই সমাধান হবে না। চাই পাথরের বস্তা। কাজ তো শুরু হল তবে প্রশ্ন আদৌ বালির বস্তা দিয়ে ভাঙন কী রোখা যাবে?

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now